• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দালাই লামাকে সাবধান করলেন উলফা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০১৭, ০৯:৫০

ভারতের আসামের সশস্ত্র বিদ্রোহী সংগঠন উলফার পরেশ বড়ুয়ার অনুগামীরা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দালাই লামাকে সাবধান করে বললেন চীনকে উত্তেজিত করবেন না।

উলফা (‌আই)‌ গোষ্ঠীর অভিজিৎ আসোমের লেখা চিঠিতে দালাই লামাকে স্পষ্ট বলা হয়েছে, এতে শুধু ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কই নষ্ট হবে না, আপনার প্রিয় তিব্বতও এর ফলে বিপন্ন হবে।

কারণ ভারতের পরমাণু অস্ত্র মজুত রাখা আছে আসামের মাটিতে। আর একে প্রতিহত করতে পরমাণু অস্ত্রের পূর্ণ ব্যবহার করতে তৈরি চীনও, যার ফলে ভুগতে হবে ভারতসহ তিব্বতকে।

এপ্রিলের ৪ তারিখে অরুণাচলের তাওয়াংয়ে বৌদ্ধ মঠে যাবার কথা ৮১ বছরের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার। সেই তাওয়াং, যা চীনও নিজেদের এলাকা বলে দাবি করে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুরও দালাই লামার উপস্থিতির সময়ে সেখানে থাকার কথা। তার আগে ১ এপ্রিল আসাম যাবার কথা দালাই লামার।

উলফা জানায়, দলাই লামার কোনো অনুষ্ঠান অরুণাচলে করা কিংবা সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি কিছুতেই মেনে নেবে না চীন। অথচ চীনের সঙ্গে আসামের সাংস্কৃতিক ও ভাষাগত মিল অনেক। তাই চীনকে শত্রু করে দেয়া আসাম তথা ভারতের পক্ষেও ঠিক হবে না।

এপি/এফএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh