• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অস্ট্রেলিয়ায় সাইক্লোন ডেবি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ মার্চ ২০১৭, ১৯:৩৯

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসা সাইক্লোন ডেবির কারণে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার আগে এর তীব্রতা বেড়ে গিয়ে ক্যাটাগরি ৪ এর মধ্যে থাকতে পারে। এসময় ঝড়টি ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগের বজ্র-বাতাসসহ প্রবাহিত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। তারপরও কুইন্সল্যান্ডের অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে অস্বীকৃতি জানিয়েছে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার অ্যানাসতেসিয়া প্যালাস্কজুক জানান, এটি দেশটিতে ২০১১ সালে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ইয়াসির প্রতিদ্বন্দ্বী হবে বলে ধারণা করা হচ্ছে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh