• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাড়ি চলবে ঘণ্টায় ৪শ’ কিলোমিটার (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ মার্চ ২০১৭, ১৮:১২

বুগাতি ভেরন। সাড়ে ১০ কোটি টাকার এ গাড়িটি ঘণ্টায় প্রায় ৪০৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এ দ্রুতগতির গাড়িটি ব্যবহার করে দুবাই পুলিশ।

বিশ্বের সর্বোচ্চ গতির গাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডস এ জায়গা করে নিয়েছে দুবাই পুলিশের এ গাড়ি।

দুবাই পুলিশ কর্তৃপক্ষ আরো জানায়, গেলো বছর পুলিশের টহলদারি বাহিনীর জন্য এটি কেনা হয়েছে।

তবে শুধুমাত্র টহলদারীর জন্যই নয়, বিলাসবহুল এ সুপারকারকে পর্যটন কাজেও লাগানো হচ্ছে।

দুবাই পুলিশের লেফটেন্যান্ট সইফ সুলতান রশিদ আল শামসি বলেন, মূলত বুর্জ খালিফার মতো জনপ্রিয় পর্যটন স্থানগুলিতে এটি রেখে দেয়া হচ্ছে।

আর দুবাইতে বেড়াতে এসে গাড়িপাগল বহু পর্যটকই তা একবার করে দেখে যাচ্ছেন ।

তিনি আরো জানান, ১৬ সিলিন্ডারের এক হাজার হর্সপাওয়ার ইঞ্জিনের এ গাড়িটির শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh