• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনে ৫.১ মাত্রার ভূমিকম্প

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৭, ১৪:৪০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ইয়ংবি কাউন্টিতে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে। ৫ দশমিক ১ মাত্রার এ কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল প্রায় ১২ কিলোমিটার গভীরে।

কেন্দ্রটি আরো জানায়, ৫.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার আগে ও পরে একই এলাকায় ৩ থেকে ৪.৭ মাত্রার আরো ৪টি কম্পন হয়।

ইয়াংবির গণসংযোগ কর্মকর্তা ওয়াং সিয়াজুন জানান, ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল কাউন্টির আজিয়া ও পুলিং গ্রামে। সেখানে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল ও চিকিৎসা কর্মীরা গ্রামগুলো পরিদর্শনে যাচ্ছে বলে জানা গেছে।

এপি/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh