• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের ভূমধ্যসাগরে নৌকাডুবি, দু’শতাধিক প্রাণহানির আশঙ্কা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ মার্চ ২০১৭, ১২:০৩

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে দু’শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্প্যানিশ দাতব্য সংস্থা প্রোঅ্যাকটিভা ওপেন আর্মস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। ডুবন্ত দুটি নৌকার প্রতিটিতে প্রায় ১শ’ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী ছিলো বলে ধারণা করা হচ্ছে।

এ সংগঠনের এক কর্মী লওরা লানুজা জানান, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ৫ তরুণের মৃতদেহ উদ্ধারকালে তিনি সেখানে ছিলেন। পরবর্তীতে ইতালির কোস্টগার্ড এর পক্ষ থেকেও এর সত্যতা স্বীকার করা হলেও প্রোঅ্যাকটিভা যে সংখ্যক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে তা ইতালির কোস্ট গার্ড নিশ্চিত করতে পারেনি।

প্রোঅ্যাকটিভার সদস্য লওরা লানুজা আরো জানান, ওই দু’ নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪০ জন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া মরদেহগুলো তরুণ বয়সী বলেও জানান তিনি।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh