• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লন্ডন হামলার পর ব্যাপক অভিযান, গ্রেপ্তার ৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৭, ১৭:৩৯

লন্ডন পার্লামেন্টের হামলার পর বুধবার রাত থেকে দেশজুড়ে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট।

মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মার্ক রাউলি বলেন, পার্লামেন্ট ভবনে হামলা চালাতে ওঁৎ পেতে থাকা ১ হামলাকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

এরপর বুধবার বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। তাদের পরিবারের কাছে খবর পৌঁছে দিতে পররাষ্ট্র দপ্তর থেকে অন্য দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন রাউলি।

ঘটনাটিকে মুসলিম জঙ্গিবাদ সংশ্লিষ্ট হামলা হিসেবে ধারণা করে তদন্ত চলছে বলে জানালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামলাকারীর পূর্ব ইতিহাস জানার চেষ্টা চলছে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh