• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলার যতো ছবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০১৭, ১২:৫৫

ব্রিটিশ সংসদের কাছে সন্ত্রাসী হামলায় হামলাকারী ও পুলিশসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার দুপুরে ওয়েস্টমিনস্টার ব্রিজে একটি গাড়ী পথচারীদের ওপর দিয়ে চালিয়ে দিলে এক নারী নিহত ও পুলিশসহ বারো জন আহত হন। পথচারীদের ধাক্কা দেয়ার পরপরই ওয়েস্টমিনস্টার সংসদ ভবনের ফটক দিয়ে ঢোকার চেষ্টা করে গাড়িটি। কিন্তু নিরাপত্তাকর্মীরা বাধা দিলে চালক একজন পুলিশ অফিসারকে ছুরি মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ অফিসার।

গাড়িচাপার ঘটনার পরে রাস্তায় অনেক আহত পথচারীদের পড়ে থাকতে দেখা যায়। আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

হামলাকারী হিসেবে চল্লিশোর্ধ এ ব্যক্তিকে চিহ্নিক করেছে স্থানীয় পুলিশ।

ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলাকারীকে ঘিরে রেখেছেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

হুন্দাই টাসকুনের এ ভাড়া করা গাড়িটি দিয়েই হামলাকারী ওয়েস্টমিনস্টার ব্রীজের পথচারীদের চাপা দেন।

ওয়েস্টমিনস্টার ব্রীজে গাড়ির চাপায় আহত এক ব্যক্তিরি পাশে কান্না করছেন তার স্বজন।

গাড়িচাপায় আহত এক ব্যক্তি পড়ে আছেন রাস্তায়।

নিহত পুলিশ কর্মকর্তাকে ঘিরে রেখেছেন তার সহকর্মীরা। হামলাকারীর ছুরিকাঘাতে মারা যান তিনি।

গাড়িচাপায় আহত ব্যক্তিরা রাস্তায় পড়ে আছেন।

ব্রিটিশ পার্লামেন্টের নিরাপদ কক্ষে উদ্বিগ্ন এমপি-মন্ত্রীরা।


এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh