• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসী হামলার পর লন্ডন মেয়রকে কথা শুনালেন ট্রাম্প জুনিয়র

অনলাইন ডেস্ক
  ২৩ মার্চ ২০১৭, ১৩:১১

লন্ডনে সংসদ ভবনের সামনে সন্ত্রাসী হামলায় হামলাকারী ও পুলিশসহ ৫ জন নিহত হয়েছেন। আহত প্রায় ৪০ জন। এ ঘটনায় শহরটির মেয়র সাদিক খানের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

বুধবার লন্ডনের এ দুর্ঘটনায় সাদিক খানকে উদ্দেশ্য করে টুইট করেন ট্রাম্প জুনিয়র।

টুইটে তিনি লিখেছেন, ‘তুমি আমাকে নিয়ে মশকরা করতে পারো’ এমন কটূক্তিপূর্ণ স্বাধীন মতামত দিয়ে টুইট করে জুনিয়র ট্রাম্প লন্ডন মেয়রের পূর্বে করা মন্তব্যকে ব্যঙ্গ করে বলেন, ‘একটি বড় শহরে সন্ত্রাসী হামলা বসবাসেরই অংশ: সাদিক খান।’

এর আগে ২০১৬ সালে প্রকাশিত এক নিবন্ধে সাদিক খান নিউইয়র্কের পার্শ্ববর্তী চেলসিয়া বোমা হামলার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত থাকা, একটি বড় শহরে জীবনযাত্রার স্বাভাবিক অংশের মতোই। এক্ষেত্রে লন্ডনের প্রত্যাশা সংগতিপূর্ণভাবেই সতর্কতা অবলম্বন করা।’

তবে লন্ডনে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসময় ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ট্রাম্প এ ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh