• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের মাংসের দোকানে আগুন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ মার্চ ২০১৭, ২৩:৫১

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা ও গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ শপথ নেয়ার ৩ দিনের মাথায় হাতরাস শহরে মুসলমানদের ৩টি মাংসের দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটলো।

মঙ্গলবার রাতে একদল উত্তেজিত জনতা দোকানগুলো পুড়িয়ে ছাই করে বলে স্থানীয়দের অভিযোগ। তবে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

হাতরাস জেলা পুলিশ সুপার দিলীপ কুমার অবশ্য বিবিসিকে জানিয়েছেন, দোকানগুলোতে অনেক রাতে আগুন ধরেছে। ফলে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীকে খুঁজে পাওয়া যায়নি। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

দোকানগুলোতে শুধু ছাগল বা পাঁঠার মাংস বিক্রি হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভারতের অন্য অনেক রাজ্যের মতো উত্তরপ্রদেশেও গরুর মাংস কেনাবেচা বা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

যোগী আদিত্যনাথ নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, ক্ষমতায় আসলে রাজ্যের সব বড় কসাইখানা (স্লটার হাউস) বন্ধ করে দেয়া হবে, যেখানে মহিষের মাংস প্রোসেস করা হয়।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh