• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শুধু পুতিনকে নিয়েই ৮০ বার টুইট ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০১৭, ১২:৫৪

স্যোশাল মিডিয়া টুইটারে জুড়ি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নানান সময় নানান কথা টুইট করে আলোচিত সমালোচিত হয়েছেন এ প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চলাকালীন সময়ের পর থেকে এ পর্যন্ত শুধুমাত্র পুতিনকে ঘিরে টুইট করেছেন ৮০ বারেরও বেশি।

রাজনৈতিক রীতি ভেঙে পুতিনকে নিয়ে উচ্চ প্রশংসামূলক ট্রাম্পের এসব বক্তব্যের পর রাশিয়া আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করছে, আমেরিকার জনগণের এমনটাই শঙ্কা।

সিএনএন বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সালের জুন থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গেলো সাড়ে তিন বছরের বিভিন্ন সময়ে ট্রাম্প মোট ৮০ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনের নাম উল্লেখ করে টুইট করেছেন।

সিএনএন’র বিশ্লেষণে আরো বলা হয়, ২০১৩ সালে রাশিয়ার মস্কোতে ট্রাম্পের মিস ইউনিভার্স প্রদর্শনী অনুষ্ঠিত হবার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা বা কথা অথবা যোগাযোগ করেছেন ট্রাম্প এমন দাবি করেছেন অন্তত ৯ বার।

এপি/এফএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh