• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মাত্র ৮৪ লাখে দেখতে পাবেন টাইটানিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০১৭, ১২:৪০

সিনেমায় ‘টাইটানিক’ দেখার সুযোগ পেয়েছেন সারা বিশ্বের মানুষ। বাস্তবে সেটা কল্পনামাত্র। কিন্তু সে কল্পনাকে সত্যি করার সুযোগ করে দিলো ব্লু মার্বেল প্রাইভেট নামের একটি কোম্পানি।

মাত্র ৮৪ লাখ টাকা (১ লাখ ৫ হাজার ১২৯ মার্কিন ডলার) খরচ করেই ঘুরে আসা যাবে টাইটানিক।

১৯১২ সালে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছিল জাহাজটি। প্রথম যাত্রাতেই ডুবে যায় টাইটানিক।

কিন্তু এখনো অবশিষ্ট আছে ইতিহাসের বিখ্যাত এ জাহাজের। ৪২ বছর আগে রবার্ট বালার্ড ও তার দল সাগরের তলদেশে খুঁজে পান টাইটানিকের ভগ্নাবশেষ।

তবে ব্যাকটেরিয়ার আক্রমণে ১৫ থেকে ২০ বছরের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে জাহাজটি। আর তাই শেষবারের মতো টাইটানিক দেখার ব্যবস্থা করছে ব্লু মার্বেল নামের কোম্পানিটি।

২০১৮ সালের মে থেকেই শুরু হচ্ছে টাইটানিক দর্শনযাত্রা। আট দিনের এ যাত্রা শুরু হবে কানাডা থেকে। এরপর নিয়ে যাওয়া হবে আটলান্টিক মহাসাগরের দু’মাইল গভীরে।

তবে দুঃখের বিষয় হলো এবছর আর টিকেট পাবার কোন সুযোগ নেই। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ব্লু মার্বেলের প্রথম যাত্রার সব টিকেট।



এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh