• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রসিকিউটরের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ মার্চ ২০১৭, ১৯:৪৮

প্রসিকিউটরের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার এবং কেলেঙ্কারির ঘটনায় মঙ্গলবার এ সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করেন প্রসিকিউটররা।

সিউলে প্রসিকিউটরের দপ্তরে পৌঁছানোর পর তিনি জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি আন্তরিকভাবে এ তদন্ত কাজে সহযোগিতা করবো।’

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গেলো ডিসেম্বর মাসে পার্লামেন্ট ভোটে অভিশংসিত হন। বড় ধরনের আর্থিক দুর্নীতির প্রশ্নে তাকে অপসারণের দাবিতে লাখ লাখ মানুষ রাজপথে নামার পর পার্লামেন্টে এ নিয়ে ভোট হয়। এ মাসের গোঁড়ার দিকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ আদালত তার অপসারণ নিশ্চিত করলে নারী এ প্রেসিডেন্টের রাজনৈতিক কর্মজীবনের অবসান ঘটে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh