• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ মার্চ ২০১৭, ১৯:৫৩

বিতর্কিত ইসলাম ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলায় তার ১৮. ৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার মুম্বায়ে তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সম্পদ বাজেয়াপ্ত করে।

এর আগে তার এনজিও আইআরএফ’র তহবিল থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ ব্যয় করা হয়েছে বলে তথ্য দেন তার কাছের কয়েকজন ব্যক্তি।

গেলো মাসে জাকির নায়েকের মুম্বইয়ের বাসভবনে নোটিশ পাঠায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এ্যাজেন্সি (এনআইএ)। সেটি গ্রহণ করে সংস্থার লোকজন। এই নিয়ে দ্বিতীয়বার তাকে নোটিস পাঠানো হলো।আগের নোটিশটি পাঠানো হয়েছিল ১৪ মার্চ।

জাকির নায়েক ও তার এনজিও-র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনা হয়।

আগেই ধারণা করা হয়েছিল এবার এনআইএ-র মুখোমুখি না হলে কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

অবশেষে তাই সত্যি হলো। মানি লন্ডারিং মামলায় তার ১৮. ৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh