• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিমানবন্দরে হামলাকারীর রক্তে কোকেন-গাঁজা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ মার্চ ২০১৭, ১৮:২৩

প্যারিসের অরলি বিমানবন্দরে গেলো শনিবার নিরাপত্তারক্ষীদের উপর হামলাকারী ছিলেন মাদকাসক্ত। তার শরীরে মাদকের উপাদান পাওয়া গেছে। হামলাকারীর রক্ত পরীক্ষা পরবর্তী রিপোর্টে এ তথ্য জানায় দেশটির পুলিশ।

তিউনিসীয় বংশোদ্ভূত ৩৯ বছরের জিয়েদ বেন বেলগাসেম বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক নারী সেনার বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়। এসময় তিনি ওই সেনার মাথায় বন্দুক ঠেকিয়ে চিৎকার করে বলছিলেন, ‘আমি আল্লাহ’র জন্য মরতে যাচ্ছি।’

প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, হামলাকারীর ময়নাতদন্তের সময় ভিসেরা পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার কোকেন ও গাঁজার উপাদান পাওয়া যায়।

দেশটির সরকারি আইন কর্মকর্তা ফ্রাঁসোয়া মোলাঁ বলেন, জিয়েদের মধ্যে সন্ত্রাসী প্রবণতা ছিল। প্রতিবেশিদের বিবরণ অনুযায়ী তিনি বিপজ্জনক ছিলেন। চরমপন্থায় তার জড়িত থাকার বিষয়ে আগেও তদন্ত হয়েছিল। এ ছাড়া সশস্ত্র ডাকাতির দায়ে জিয়েদ ২০০১ সালে পাঁচ বছরের কারাদণ্ড পান।

জিয়েদের বাবা এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, তার ছেলে আগে ভালো ছিল। তবে মাদকাসক্ত হবার কারণে এ কাজ করে থাকতে পারে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh