• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ার দামেস্কে তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০১৭, ১২:৫৯

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর চলছে তুমুল লড়াই। রোববার জোবার এলাকায় বিদ্রোহীরা অতর্কিত হামলা চালালে পাল্টা বিমান হামলা চালায় সেনাবাহিনী।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হামলা চালাতে গাড়ি বোমার বিস্ফোরণ, আত্মঘাতি বোমা হামলা ও গোপন সুড়ঙ্গ ব্যবহার করেছেন বিদ্রোহীরা। সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহী অবস্থানে যুদ্ধবিমান থেকে ৩০টির বেশি হামলা চালিয়েছে সেনাবাহিনী।

শহরের গুরুত্বপূর্ণ আব্বাসিদ স্কয়ারে ঢোকার সব পথ বন্ধ রাখা হয়েছে। পাল্টা হামলায় বিদ্রোহীদের পিছু হটিয়ে দেয়ার দাবি করেছেন সিরীয় সেনারা। দামেস্কের উপকণ্ঠের জোবার দখল নিয়ে সেনা-বিদ্রোহীদের মধ্যে দু’বছর ধরে লড়াই চলছে।

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh