• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মুসলমানদের সত্যিকারের বন্ধু ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০১৭, ১৫:২১

মুসলমানদের সত্যিকারের বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সম্প্রতি সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের করা এমন মন্তব্য নিয়ে এখনো চলছে আলোচনার ঝড়।

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্পকে মুসলমানদের সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেন তিনি। এছাড়া ওই বৈঠককে ঐতিহাসিক মুহূর্ত বলে দাবি করেন মোহাম্মদ বিন সালমানের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।

শুধু তাই নয় ট্রাম্পের বিতর্কিত অভিবাসী নিষিদ্ধ আইনটি মুসলিমদের উদ্দেশ্য করেই করা হয়েছে বলেও বিশ্বাস করেন না এ ডেপুটি ক্রাউন প্রিন্স।

এক বিবৃতিতে বলা হয়, মুসলিম দেশ কিংবা ইসলাম ধর্মকে উদ্দেশ্য করে অভিবাসী নিষিদ্ধ আইন করা হয়েছে বলে সৌদি আরব বিশ্বাস করে না। আমেরিকায় সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যেই এই সার্বভৌম সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মোহাম্মদ বিন সালমানের এক মুখপাত্র বলেন, ইসলামের বিষয়ে ট্রাম্পের কাছ থেকে যে সুস্পষ্ট বক্তব্য শুনেছেন এবং ইতিবাচক মনোভাব দেখেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh