• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পেরুতে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০১৭, ১০:৪৭

পেরুর রাজধানী লিমায় প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। এখনো হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে।

স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে অনেকে উপায় না পেয়ে বাড়ির ছাদেও আশ্রয় নিয়েছেন। তারা অপেক্ষায় আছেন কখন উদ্ধারকর্মীরা এসে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাবেন।

এল নিনোর প্রভাবে দেশজুড়ে নদীর পানি বেড়ে যাবার কারণে এ ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে লক্ষাধিক ঘর-বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১৭টা সেতু ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, সেখানকার অবস্থা খুবই খারাপ। তাদেরকে দ্রুত সহায়তা দেয়া দরকার। অনেক এলাকায় এতো কাদামাটি হয়েছে যে, সেখানে উদ্ধারকর্মীদের যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রাজধানীর উপকণ্ঠের বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে পড়ায় সেখানকার মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এছাড়া দেশের কেন্দ্রস্থলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুকজিনস্কি বলেন, বন্যার কারণে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে আমাদের যা রয়েছে তা দিয়েই বন্যা মোকাবিলার চেষ্টা করছি।

এপি/এইচএম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh