• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হজ করার অনুমতি পেলো ইরানিরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ মার্চ ২০১৭, ১৪:৫১

পবিত্র হজ পালনে চলতি বছর সৌদি আরব যাচ্ছেন ৮৫ হাজার ইরানি হাজি। ইরানের সাধারণ মানুষের হজ আদায়ে নিরাপত্তা, চিকিৎসা, মর্যাদাসহ সার্বিক সেবা নিশ্চিত করতে সৌদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজি হবার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, দু’দেশের মধ্যে আলোচনার পর এ ব্যাপারে সমঝোতা চুক্তি হয়েছে। ২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে মারা যান সাড়ে চারশ’র বেশি ইরানি। তাদের মৃত্যুতে সৌদি সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তোলে ইরান।

এ নিয়ে গেলো বছর রিয়াদ ও তেহরানের মধ্যে চরম বিরোধ শুরু হয়। সৌদির সাংগঠনিক অযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে ইরান। বৈরী সম্পর্কের জেরে রিয়াদের পক্ষ থেকে ২০১৬ সালের হজের আগে ইরানি নাগরিকদের জন্য নানারকম বাধা সৃষ্টি করা হয়।

এ কারণে ২০১৬ সালে হজে যেতে পারেননি ইরানিরা। গেলো তিন দশকের ইতিহাসে এমন ঘটনা প্রথমবারের মতো ঘটেছে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh