• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আলেপ্পোর মানুষকে বাঁচাতে ওবামার প্রতি আহ্বান

অনলাইন ডেস্ক
  ১১ আগস্ট ২০১৬, ১৫:২৫

সিরিয়ার আলেপ্পোয় আড়াই লাখ মানুষকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এগিয়ে আসার আহ্বান জানালেন সেখানকার ২৯ জন ডাক্তার। সই করা চিঠির মাধ্যমে তারা এ আহ্বান জানান।

চিঠিতে বলা হয়, আলেপ্পোয় স্বাস্থ্য কেন্দ্র ও ওষুধের গাড়িতে হামলা চালানো হচ্ছে। এভাবে চলতে থাকলে এখানে কোন ডাক্তার বেঁচে থাকবেন না।

চিঠিতে তারা আলেপ্পোকে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণার জন্য ওবামাকে অনুরোধ করেন।

এদিকে রাশিয়ার পক্ষে থেকে জানানো হয়, খাদ্য ও মেডিকেল সাহায্য পাঠানোর জন্য প্রতিদিন তিন ঘন্টা সব ধরণের হামলা বন্ধ রাখা হবে।

তবে রাশিয়ার এ ঘোষণায় জাতিসংঘ জানায়, আড়াই লাখ মানুষের জন্য কমপক্ষে ৪৮ ঘন্টা যুদ্ধবিরতি প্রয়োজন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh