• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আলেপ্পোতে মসজিদে বিমান হামলায় নিহত ৪২

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ মার্চ ২০১৭, ১১:৫৫

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন । বৃহস্পতিবার এ বিমান হামলা হয়।

সিরিয়ান অবজারভেটরি জানায়, বৃহস্পতিবার আলেপ্পোর আতারিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জিনা এলাকায় ওই বিমান হামলা হয়। সে সময় ৪২ জন নিহত হবার পাশাপাশি অনেকে আহত হয়।

স্থানীয় মানবাধিকারকর্মীদের দাবি, বিমান হামলার সময় হাসপাতালের ভেতর ৩শ’ মানুষ ছিলেন।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ইদলিব প্রেস সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

বিমান হামলাটি ঠিক কারা চালিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই অঞ্চলটিতে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ জাহাজকে টহল দিতে দেখা যায়। ওই এলাকায় বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনীও বিমান হামলা চালিয়ে থাকে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh