• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফাঁস হয়ে গেলো ট্রাম্পের আয়কর বিবরণী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০১৭, ১০:৫৪

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা রয়েছে। প্রেসিডেন্ট প্রার্থীরা নির্বাচনের আগে নিজের আয়কর বিবরণী প্রকাশ করলেও, ট্রাম্প তা করেননি।

কিন্তু নিজের আয়করের তথ্য আর লুকিয়ে রাখতে পারলেন না তিনি।

ফাঁস হয়ে গেলো প্রেসিডেন্টের ২০০৫ সালের আয়কর বিবরণী সংক্রান্ত তথ্য। ইউএস টিভি নেটওয়ার্ক-এমএসএনবিসি ফাঁস করেছে দু’পৃষ্ঠার এ আয়কর বিবরণী। বুধবার বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ফাঁস হওয়া বিবরণীতে দেখা গেছে, ২০০৫ সালে ট্রাম্প ১৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। বিপরীতে আয়কর দিয়েছেন ৩৮ মিলিয়ন ডলার।

তবে ফাঁস হওয়া ওই দু’পৃষ্ঠা পুরো রিটার্নের একটি অংশ মাত্র। এতে ট্রাম্পের আয়ের সুস্পষ্ট হিসেব নেই। কোন কোন খাত থেকে কতো ডলার আয় হয়েছে, তারও কোনো উল্লেখ নেই।

এমএসএনবিসিকে রিটার্নের ওই অংশ দিয়েছেন পুলিৎজার পুরস্কার পাওয়া অনুসন্ধানী সাংবাদিক ডেভিড কে জনস্টন। সাক্ষাৎকারে জনস্টন বলেছেন, একটি সূত্র থেকে তিনি ওই পৃষ্ঠা দু’টি পেয়েছেন, যার নাম গোপন রাখা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস। একে অপরাধমূলক কার্যক্রম বলছে ট্রাম্প প্রশাসন।

আমেরিকার আইনে আয়কর বিবরণী ফাঁস করা ফৌজদারি অপরাধ। তবে এক যুগ আগে দেয়া ট্রাম্পের ট্যাক্স রিটার্ন প্রকাশের ক্ষেত্রে এটি অপরাধ হবে কীনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এমএসএনবিসির উপস্থাপক র‌্যাচেল ম্যাডো।



এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh