• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ মার্চ ২০১৭, ২২:২৬

কুয়ালালামপুর সফরকালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ’র ওপর হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। মঙ্গলবার মাদকবিরোধী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের এমনটা বললেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর ।

মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসাবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় এসেছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ। চারদিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়।

আবু বকর দাবি করলেন, সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো, কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করা হয়েছে।

এ ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছয়জন বিদেশি নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়।

আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক।

পুলিশ প্রধান আরো বলেন, এ চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।

তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh