• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়া ছাড়তে পারবেন না মালয়েশিয়ানরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মার্চ ২০১৭, ১১:৩২

উত্তর কোরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ানদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। দু’দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ ঘোষণা দিলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এবং মালয়েশিয়া এরই মধ্যে একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

গেলো মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করছে উত্তর কোরিয়া।

হত্যাকাণ্ডের জন্য মালয়েশিয়া সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী না করলেও, পিয়ংইয়ংই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

যদিও মৃতদেহটি কিম জং ন্যামের কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। কিমের হত্যা নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে দেশটি। ময়নাতদন্তের প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরিয় নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরই মধ্যে একজন ইন্দোনেশীয় এবং একজন ভিয়েতনামিজ নারীকে আটক করা হয়েছে।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh