• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এটা হলো ‘নরকের দরজা’!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০১৭, ১৩:৩১

স্থানীয় লোকেরা এ গহ্বরটিকে বলেন ‘নরকের দরজা’। এ গহ্বর থেকেই মাঝে মাঝে ভেসে আসে অদ্ভূত সব শব্দ। বিজ্ঞানীদের ভাষায় এ গহ্বরের নাম ‘বাটাগাইকা গহ্বর’।

অনেক গবেষণা করেও ৩শ’ ফিট গভীর এ গহ্বরের রহস্য ভেদ করতে পারেননি বিজ্ঞানীরা। গেলো দু’লক্ষ বছরের ভূতত্ত্বের ইতিহাসে এ গহ্বর বিস্ময় হিসেবেই থেকে গেছে।

প্রতি বছর এ গহ্বরের আয়তন বাড়ছে ৩০ থেকে ১০০ ফিটের বেশি। সে সঙ্গে এটি গ্রাস করে ফেলছে আশেপাশের অরণ্যকে।

সম্প্রতি ‘কোয়াটেরনারি রিসার্চ’ নামে জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এ গহ্বরের গভীরে নানা ভূতাত্ত্বিক স্তর পাওয়ায় অনেক বিচিত্র তথ্য উঠে আসছে।

গহ্বরের ভেতরে প্রাচীন গাছের অবশেষ থেকে ধারণা করা হচ্ছে, একটা ঘন জঙ্গল ছিলো এ অঞ্চলে। পরে তাকে এ গহ্বর গ্রাস করেছে।

সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক জুলিয়ান মর্টন জানিয়েছেন, ভূতাত্ত্বিক ইতিহাসে এমন কোনো গহ্বরের রেকর্ড নেই।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘নরকের দরজা’ দিয়ে অনেক সময়েই ভেসে আসে অদ্ভূত শব্দ। বিজ্ঞানীদের মতে, সেগুলি মাটির চাঙড় ভেঙে পড়ার শব্দ ছাড়া অন্য কিছুই নয়।



এফএস/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh