• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান এফবিআই প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০১৭, ১২:০৫

বারাক ওবামা বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলেন এফবিআই প্রধান জেমস কোমি। নিউইয়র্ক টাইমসের উদ্বৃতি দিয়ে রোববার এ তথ্য দিয়েছে, এনবিসিসহ মার্কিন গণমাধ্যমগুলো।

গেলো শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার ফোনে আড়ি পেতেছিলেন বারাক ওবামা।

এ ব্যাপারে এফবিআই প্রধান জেমস কোমি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে টেলিফোনে আঁড়িপাতার অভিযোগের কোনো প্রমাণই নেই ট্রাম্পের কাছে। এজন্য জাস্টিস ডিপার্টমেন্টকে অভিযোগ খারিজ করে দেয়ার অনুরোধও জানান তিনি।

নির্বাচনী প্রচারণায় ওবামা প্রশাসনের বিরুদ্ধে অনধিকার চর্চার অভিযোগ এনে তা তদন্তে কংগ্রেসের প্রতি হোয়াইট হাউসের প্রস্তাবের মধ্যেই আসে নতুন এ তথ্য। শনিবার ওবামার বিরুদ্ধে তোলা অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প।

ট্রাম্পকে এ বিষয়ে প্রমাণ যোগাড়ের আহ্বান জানিয়েছেন ক’জন রিপাবলিকান ও ডেমোক্রেট রাজনীতিক।

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh