• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মসুলে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০১৭, ১১:৩৬

ইরাকে আইএসের শক্তঘাঁটি মসুলে প্রথমবারের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। সেখানকার হাসপাতালে কর্তব্যরত রেডক্রসের চিকিৎসকরা এ অভিযোগ তুলেছেন।

কোন পক্ষ এ অস্ত্র ব্যবহার করেছে তা নিশ্চিত করা যায়নি। বৃহস্পতিবার এঘটনা ঘটেছে বলে বিবিসি অনলাইন জানায়। তবে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি-নিয়ন্ত্রিত এলাকায় আইএসের বিরুদ্ধে শুরু থেকেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ থাকায় এ ঘটনার জন্য আইএসকেই দায়ী করা হচ্ছে। বিষাক্ত রাসায়নিকে আহত হয়েছেন অন্তত ১২ জন।

এদিকে, মসুল থেকে আইএসকে হটাতে অভিযান আরো জোরদার করেছে ইরাকি বাহিনী। কর্তৃপক্ষ বলছে, সেনা-জঙ্গি সংঘর্ষে শুধুমাত্র শুক্রবারেই মসুল ছেড়েছে ১৪ হাজার মানুষ।

এ নিয়ে চলমান অভিযানে ভিটেহারা হয়েছে ৪৬ হাজার বাসিন্দা। আইএসের কাছ থেকে মসুলের নিয়ন্ত্রণ নিতে গেলো মাসে অভিযানে নামে ইরাকি সেনা।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh