• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০১৭, ১৪:০৬

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে রুশ সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করবে মার্কিন কংগ্রেসনাল কমিটি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মস্কোর যোগাযোগের বিষয়টি তদন্তে সম্মত হওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা।

এদিকে গেলো বছর নির্বাচনী প্রচারণা চলাকালে নতুন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দু’বার বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন বিচার বিভাগ।

বিষয়টি জানুয়ারিতে সিনেটে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ চূড়ান্তের শুনানিতেও গোপন রেখেছিলেন তিনি। যদিও রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা একেবারেই নাকচ করেছেন সেশন্স।

এ ঘটনায় তার পদত্যাগ দাবি করেছে ডেমোক্রেট শিবির। নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিনেটের তদন্ত কমিটি। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে হোয়াইট হাউস ও মস্কো প্রশাসন।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh