• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানের কাবুলে হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০১৭, ১০:১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানদের একযোগে জোড়া আত্মঘাতি ও বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। বুধবার পুলিশ স্টেশন ও গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে গড়িবোমা হামলা চালায় তালেবানরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু করে তালেবান। এসময় পাশের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এক হামলাকারীর সঙ্গে ৫ ঘন্টা বন্দুকযুদ্ধ করেন সেনা কর্মকর্তারা।

প্রায় একই সময়ে রাজধানীর পূর্বে আফগান গোয়েন্দা সংস্থার বাইরে আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী।

হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। মার্কিন বিমান হামলায় তালেবান কমান্ডার মুল্লাহ সালাম নিহতের প্রতিশোধের জেরেই এ হামলা বলে জানান তিনি।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh