• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোয়েটার হামলার দায় স্বীকার আইএস ও তালেবানের

অনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট ২০১৬, ১২:৫৭

পাকিস্তানের কোয়েটারে বেসামরিক হাসপাতালে হামলার দায় স্বীকার করল তালেবানের একটি অংশ জামাত-উল-আহরার। ইসলামিক স্টেটও এ হামলার দায় করছে বলে খবরে বলা হয়।

সোমবার হাসপাতালে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ৭০ জন নিহত হয়েছেন। আহত অন্তত ১শ’ জন। বোমা হামলার পর সেনাবাহিনী প্রধান ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নওয়াজ শরীফ বলেন, সন্ত্রাসীদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসের বিরূদ্ধে যুদ্ধ করে আমরা ৭০ হাজার প্রাণ হারিয়েছি। গণমাধ্যম কর্মী, আইনজীবী, নিরাপত্তা বাহিনীর সদস্য, সেনা সদস্য, সংসদ সদস্য রয়েছেন নিহতের তালিকায়।

কোয়েটাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নওয়াজ শরীফ এসব কথা বলেন।

সোমবার সকালে দুর্বৃত্তদের গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বেলাল আনোয়ার কাসি নিহত হন। বেলালের মরদেহ হাসপাতালে নেয়ার পর সেখানে আইনজীবী এবং সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন। এসময় এ হামলার ঘটনা ঘটে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh