• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পেঙ্গুইনের সঙ্গে ওবামা দম্পতির চুক্তি

অনলাইন ডেস্ক
  ০১ মার্চ ২০১৭, ২১:৩৪

নিউইয়র্ক ভিত্তিক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউস। নিজেদের স্মৃতিকথা প্রকাশের জন্য এ প্রকাশনা সংস্থার সঙ্গে সবচে’ বড় চুক্তিটি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা।

সংস্থাটির মুখপাত্র জানান, ‘পেঙ্গুইন র‌্যান্ডম হাউস বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার লেখা দু’টি বই প্রকাশের অধিকার পেয়েছে। তারা বিশ্বব্যাপি বই দু’টি প্রকাশ করতে যাচ্ছে।’

ফিনান্সিয়াল টাইমস জানায়, চুক্তির শর্তাবলী সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বই দু’টি প্রকাশের জন্য চুক্তির পরিমাণ ৬ কোটি মার্কিন ডলার বলে জানা গেছে। যা মার্কিন কোনো প্রেসিডেন্টের স্মৃতিচারণমূলক বইয়ের জন্য রেকর্ড পরিমাণ। চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন ওয়াশিংটনের আইনজীবী রবার্ট ব্রানেট। তিনি এর আগেও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনের বই প্রকাশের ব্যাপারে মধ্যস্থতা করেন।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh