• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে চান হাজারো ফরাসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৮

আমেরিকার সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে চান দেশটির ৪০ হাজারেরও বেশি নাগরিক।

ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে খোলা ‘ওবামা ১৭’ নামের ওয়েবসাইটটিতে মঙ্গলবার বিকেলে ঢুকে এ তথ্য পাওয়া যায়।

এতে দেখা যায়, এরই মধ্যে ৪২ হাজার ৫৪৭ ফরাসি নাগরিক আবেদনপত্রে সই করেছেন।

গেলো ২০ ফেব্রুয়ারি ফ্রান্সের ৪ নাগরিক মজার ছলে ‘ওবামা ১৭’ নামে ওয়েবসাইট খোলেন। ওয়েবসাইটটির উদ্দেশ্য প্রেসিডেন্ট নির্বাচনে যেনো ওবামা অংশ নিতে পারেন সেজন্য কাজ করে যাওয়া। এ লক্ষ্যে ওয়েবসাইটে ও প্যারিসজুড়ে পোস্টার লাগিয়ে তাকে প্রেসিডেন্ট পদে লড়ার আহ্বান জানিয়ে আবেদনপত্রে ফরাসি নাগরিকদেনর সই করার আহ্বান জানান উদ্যোক্তারা । তারা ১০ লাখ সই পাবার আশা জানান। এরই মধ্যে ৪০ হাজারেরও বেশি নাগরিকের সই পেয়ে গেলেন।

ওবামার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকা ওয়েবসাইটে বলা হয়, এ পদে লড়ার জন্য তার জীবনবৃত্তান্তই পৃথিবীর মধ্যে সবচে’ সমৃদ্ধ।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh