• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেন নোবেল পেলেন ওসুমি?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ অক্টোবর ২০১৬, ২১:১৩

প্রাণিকোষ কীভাবে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে এবং এর মাধ্যমে যে কোষ সুস্থ থাকে তা সফলভাবে আবিষ্কার করেছেন চিকিৎসাবিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। তার এই গবেষণার জন্য এ বছর চিকিৎসাক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট এবার চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী হিসেবে সোমবার জাপানি এ বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, ক্যানসার থেকে শুরু করে পারকিনসন্সের মতো জটিল রোগ কেন হয়, তা বুঝতে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরস্কার পাবার খবরটি দেয়ার জন্য নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান যখন ফোন দেন তখন ইয়োশিনোরি ওসুমি তার ল্যাবে গবেষণার কাজে ব্যস্ত।