• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আস্ত একটা বিমান খেলেন এ ব্যক্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩

ছোট খাট ধাতব বস্তু নয়, আস্ত একটা বিমান খেয়েছেন এক ব্যক্তি! হজমও করে ফেলেছেন। বিশ্বাস হচ্ছেনা? কিন্তু ঘটনা পুরোপুরি সত্যি। আলোচিত ওই ব্যক্তির নাম মাইকেল লোটিতো।

লোটিতো ধাতব জিনিসপত্রই খেয়ে থাকেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এটি একটি রোগ, নাম পিকা। এ রোগের জন্যই রোগীর শরীরে তৈরি হয় ধাতব খিদে। শুধু ধাতু নয়, কাঁচ, রবার-ও খেয়ে ফেলতেন লোটিতো।

টিভি, সাইকেল এসব খাওয়া ছিল লোটিতোর নেশা। দীর্ঘদিন এসব খেতে খেতে বিরক্ত হয়ে গেছিলেন। তবে নিজেকে একটা দারুণ ট্রিট দিয়েছিলেন তিনি। দু’বছর ধরে একটা আস্ত সেশনা ১৫০ এরোপ্লেন খেয়ে ফেলেছিলেন তিনি।

চিকিৎসকরা বলছেন, 'পিকা' রোগে আক্রান্তদের পাকস্থলী হয় পুরু। ফলে ধাতব বস্তুতেও কোনো ক্ষত তৈরি হয় না। প্রচুর তেলে ডুবিয়ে খেয়ে ফেলতেন লোটিতো। বরং স্বাভাবিক খাবার যেমন কলা, ডিম বা ফল জাতীয় খাবারই তার হজম হয় না।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • রোগব্যাধি এর পাঠক প্রিয়
X
Fresh