• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অপারেশন শেষ মুক্তামণি সুস্থ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৭, ১২:১০

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির হাতের অপারেশন শেষ হয়েছে এবং এরপর সে সুস্থ আছে। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে।

বার্ন ইউনিটের একজন আবাসিক চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে তার ডান হাতে অপারেশনটি শেষ হয়।

তবে চিকিৎসক বোর্ডের প্রধান অপারেশনের বিষয়টি পরে ব্রিফিং করবেন বলে ওই চিকিৎসক জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলায় মুক্তামণির অপারেশন শুরু হয়।

মঙ্গলবার সকালে মুক্তামণির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে। এর পরই অস্ত্রোপচারের এ দিন ধার্য করা হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তখন বলেছিলেন, মুক্তামণির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়. তবে তাই করবেন। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।

সি/

মন্তব্য করুন

daraz
  • রোগব্যাধি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয়
এক মিনিট অন্ধকারে ছিল দেশ
এমভি আবদুল্লাহর কাছাকাছি ইইউ যুদ্ধজাহাজ, চক্কর কাটছে হেলিকপ্টার
X
Fresh