• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুক্তামনি অপারেশন থিয়েটারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৭, ০৯:৫৩

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে মুক্তার অপারেশন শুরু হয়েছে।

মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন জানান, সকাল সোয়া ৮টার দিকে ডাক্তাররা মুক্তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এজন্য গেলো ৫ আগস্ট মুক্তার ডান হাতের বায়োপসি সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে। এর পরই অস্ত্রোপচারের এ দিন ধার্য করা হয়।

ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামনির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়. তবে তাই করবেন। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।

সি/

মন্তব্য করুন

daraz
  • রোগব্যাধি এর পাঠক প্রিয়
X
Fresh