• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সড়ক হ-য-ব-র-ল, ফুটপাত দখল, বাধ্য হয়ে রাস্তায় পথচারী

জাহিদ রহমান, আরটিভি

  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬

সড়কের হ-য-ব-র-ল অবস্থা, রাজধানীর ট্র্যাফিক ব্যবস্থাপনায়। এক জায়গা জেব্রা ক্রসিং থাকলে, অন্য জায়গায় নেই। নেই ফুটপাথের ধারাবাহিকতা, ফুটপাতের দখল এখনও ব্যবসায়ীদের হাতে, সড়ক-ফ্লাইওভারের নিচে পর্যাপ্ত বাসস্ট্যান্ড। রোড সাইনেরও বেহাল দশা। তাই, অনেকটা ‘যেমন খুশি তেমন চলছেন’ নগরবাসী ও পরিবহনগুলো।

যদিও সংশ্লিষ্টরা বলছেন, সব কিছু শৃঙ্খলায় ফেরাতে দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

রাজধানীর বেশিরভাগ রাস্তায়ই এমন অনিয়ম। জীবনের চাকায় ছুটতে গিয়ে প্রচণ্ড ঝুঁকিতে ফেলছেন নিজের ও পরিবারের জীবনকে।

জেব্রা ক্রসিং ব্যবহার করলেও সবখানে না থাকায় অনিয়মের বেড়াজাল থেকে বের হতে পারছেন না নগরবাসী।

তারা বলছেন, ফুটপাত অন্যদের দখলে যাওয়ায় তাদের বাধ্য হয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। কিছু জায়গায় জেব্রাক্রসিং থাকলেও তা মানানোর অভ্যাস গড়েনি। অন্যদিকে জেব্রাক্রসিং সবজায়গায় না থাকায় ঝুঁকিতে রাস্তা পার হতে হচ্ছে।

তবে ফুটপাতের ছোট ব্যবসায়ীরা বলছেন, তাদের জীবনের তাগিদে এমনটি করছেন। দীর্ঘ দিন ধরে এভাবে চলছে।

ফুটপাত ফের দখল হয়ে যাওয়ায় পথচারিদেরও বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। কোথাও পথচারী পারাপারের জায়গা বন্ধ করা হয়েছে যানবাহন চলাচলের অনিয়মকে রুখতে।

স্পিডব্রেকার থাকলেও তার চিহ্ন নেই। তাই দুর্ঘটনাও ঘটছে হরহামেশা।

এদিকে পর্যাপ্ত বাসস্টপেজ না থাকায়, যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামার সেই পুরনো প্রতিযোগিতা এখনও চলছে। ফ্লাইওভারের নিচ বরাবর গড়ে উঠেছে বাসস্ট্যান্ড।

অনিয়ম বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে আবারো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন সড়ক বিশেষজ্ঞ বুয়েটের ড. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, পথচারীদের যেমন সতর্ক হওয়ার কথা বলা হচ্ছে, তেমনি সরকারকে পথচারীবান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অব্যবস্থাপনার কথা স্বীকার করে সেগুলো সমাধানে নজর দেয়া হয়েছে বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) মীর রেজাউল আলম।

আর সিটি কর্পোরেশনের সেই পুরোনো আশ্বাস। নগরবাসীকে দিতে চান পথচারীবান্ধব পথ।

এসআর/ এসএস

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
সেনবাগে সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী 
জয়ের নেতৃত্বে আইসিটি বিপ্লব হচ্ছে বাংলাদেশে : কাদের
মই বসিয়ে মহাসড়ক পার করানো সেই যুবক আটক
X
Fresh