• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শেষ কথা বলে কিছু নেই জাতীয় পার্টির

সিয়াম সারোয়ার জামিল, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩

আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) কীভাবে অংশ নেবে তা জানতে আরও অপেক্ষা করতে হবে দেশের বড় দুই রাজনৈতিক জোটকে। নির্বাচনকে ঘিরে যত রাজনৈতিক মেরুকরণই হোক না কেন, দলের শীর্ষ নেতারা বিরোধী দল নয় বরং ক্ষমতায় থাকার কথাই বলছেন। এজন্য কোনও কথাই দলটির শেষ কথা হিসেবে কেউ ধরছেন না। জাতীয় পার্টির শীর্ষ নেতারা এমনটাই জানিয়েছেন।

জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলছেন, দেশের রাজনীতিতে নিজেদের ট্রাম্প কার্ড হিসেবেই ভাবছেন জাতীয় পার্টির নেতারা। এজন্য নিজেদের দর কষাকষির জায়গাটাও পোক্ত রাখছেন তারা। স্থানীয় পর্যায়ে বাড়াচ্ছেন গণসংযোগ। সভা-সমাবেশে বলছেন ক্ষমতায় থাকার কথা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে এখন থাকলেও আগামী নির্বাচনে দলটি কী ভূমিকা নেবে বা কোন জোটে যাবে তা স্পষ্ট করছেন না।

নেতারা আরও জানিয়েছেন, ক্ষমতা ছাড়া কিছুই ভাবছেন না দলের কর্মীরা। এজন্য আওয়ামী লীগ বা বিএনপি নেতৃত্বাধীন যেকোনও জোটে, যেকোনও ফরম্যাটে তারা ক্ষমতায় থাকতে চাইছেন। অন্য অনেক বিষয় নিয়ে মতভেদ থাকলেও ক্ষমতার অংশীদার হওয়ার বিষয়ে সবাই একমত। আওয়ামী লীগ, বিএনপি বা তৃতীয় শক্তি যারাই ক্ষমতায় আসুক, তাদের সহযাত্রী হতে চায় জাপা। যেমনটি দেখা গেছে ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৮ সালের নির্বাচনে।

-------------------------------------------------------
আরও পড়ুন : মানবিক রাষ্ট্র গড়তে বিএনপির কাছে দুই বছর চায় যুক্তফ্রন্ট
-------------------------------------------------------