• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরু খালে পরিণত হচ্ছে ময়ূর নদী

খুলনা সংবাদদাতা

  ১১ নভেম্বর ২০১৬, ১৭:৩২

দখলদারদের ক্রমাগত দখলে সরু খালে পরিণত হচ্ছে খুলনার ময়ূর নদী। নগরীর পানি নিষ্কাশনের অন্যতম পথটি দখল হওয়ায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া বিনোদনের নামে পার্ক বানানোর আড়ালে নদীটি দখলের অভিযোগ উঠেছে খোদ খুলনা সিটি করপোরেশনের বিরুদ্ধে।

খুলনা মহানগরীর কোল ঘেঁষে প্রবাহিত ময়ূর নদী। এক সময়ের খরস্রোতা নদীটি এখন ক্রমাগত দখলের কারণে মৃতপ্রায়। এর দু’ পাড় প্রভাবশালী জমিখেকোরা ক্রমাগত দখল করছে। এছাড়া আবর্জনার স্তূপ জমে যাওয়ায় সেটি পরিণত হয়েছে সুরু খালে। এ অবস্থায় তা দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। নদীর ওপর অপরিকল্পিতভাবে সেতু বানানোয় বাধাগ্রস্ত হচ্ছে এর প্রবাহ।

এদিকে পার্ক তৈরির নামে নদী দখলের অভিযোগ উঠেছে খোদ খুলনা সিটি করপোরেশনের বিরুদ্ধে।পার্ক তৈরির জন্য ময়ূর নদীর ভেতর ১৫ থেকে ২০ ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে কংক্রীটের বেজমেন্ট।

তবে অভিযোগ অস্বীকার করলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র।

ময়ুর নদী, দখলমুক্ত করার পাশাপাশি এর স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে সরকার দ্রুত দরকারি ব্যবস্থা নেবে-এ প্রত্যাশা খুলনাবাসীর।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh