• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রমজানেও দুর্গন্ধযুক্ত পানি, ফুটাতে হয় গোসলের পানিও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৮, ১৮:২২

পবিত্র রমজানেও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে পানি সংকট। আবার কোনো কোনো এলাকায় পানি পাওয়া গেলেও তা ময়লা আর দুর্গন্ধযুক্ত। বারবার ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যা সমাধান পাচ্ছেন না এলাকাবাসী। যদিও দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

রাজধানীর ধলপুরের ঋষিপাড়ায় গিয়ে দেখা যায় বিশুদ্ধ পানির জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে বাসিন্দারা। দিনের পর দিন এভাবে লাইনে দাড়িয়ে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন তারা।

দুর্ভোগের এমন চরম অবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা জানে না প্রতিদিনের এমন কষ্ট কবে বন্ধ হবে।

রাজধানীর শ্যাওড়াপাড়ায় প্রায় প্রতিটি বাড়িতে কলের মুখে কাপড় বেঁধে রাখা হয়েছে। কেন এ পদ্ধতি? পরে বাঁধা কাপড়টি খুলতেই বের হয়ে আসে ময়লার স্তূপ, সঙ্গে দুর্গন্ধ। সমস্যার এখানেই শেষ নয়, পানি সংকট এখানকার নিত্য দিনের সমস্যা।

স্থানীয়দের অভিযোগ, গোসল করার পানিও ফুটিয়ে নিতে হয়। কর্তৃপক্ষকে অভিযোগ করলে কিছুদিন ঠিক থাকে পরে আবার আগের মতো হয়ে যায়।

প্রায় একই চিত্র মগবাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও, বাড্ডা, বাউনিয়া, কালশী মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।

ওয়াসার এমডি তাসকিম এ খান বলেন, আমাদের পানি ব্যবস্থাপনা একশ’ শতাংশই আমাদের আওতার মধ্যে। প্রত্যেক বছরই আমরা আগের বছরের চেয়ে এগিয়ে থাকছি। এই বছর শুষ্ক মৌসুমে পানির কোনো সমস্যা ছিল না। পানির পাম্প যখন খারাপ হয়ে যায়, তখন ওই এলাকাতে সমস্যা দেখা দেয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : কিছু ঘটনা ঘটতেই পারে: প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

তিনি আরও বলেন, পানিতে ময়লা থাকার কারণ হলো পাইপ লাইন। পুরনো এবং অবৈধ পানির লাইন নেয়ার সময় যারা পাইপ লাইন ফুটো করেছিল সেটা তো আর কেউ বন্ধ করেনি ফলে ওই ফুটোগুলো দিয়ে পাইপে ময়লা ঢুকে যায়।

ব্যবস্থাপনা পরিচালকের এমন আশ্বাস দ্রুত কার্যকর হবে এমন প্রত্যাশায় আছেন ভুক্তভোগীরা।

এদিকে রাজধানীতে জনসংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে, পানির চাহিদা। রাজধানীবাসীর বিপুল চাহিদা মেটাতে, ওয়াসা প্রতিদিন প্রায় ২৪৫ কোটি লিটার পানি উৎপাদন করে। যেখানে চাহিদা ২৩০ কোটি লিটার। যার অর্থ, প্রয়োজনের চেয়ে যোগান বেশি।

প্রায় ৮শ’ ছোট-বড় পাম্পের মাধ্যমে, ভূগর্ভস্থ পানির ওপর এখনও নির্ভরশীল ঢাকা ওয়াসা। মেঘনা নদীর পানি শোধন কোরে সরবরাহ করা হয়, যাত্রাবাড়ী পানি শোধনাগার থেকে।
পদ্ধতিগত কারণে হঠাৎ পানি সংকট মানলেও পানিতে দুর্গন্ধের জন্য দায় নিতে রাজী নয় ওয়াসা। তাদের মতে রাস্তা খোঁড়াখুঁড়ি বা পানির অবৈধ লাইন নিতে গিয়ে লাইনে ময়লা ঢুকছে। মান হারাচ্ছে পানি।

ওয়াসা বলছে, সমস্যা কাটিয়ে উঠতে ইতোমধ্যে লাইন পুনঃস্থাপনের কাজ প্রায় শেষ। পানি শোধনাগারসহ প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি বড় প্রকল্পও বাস্তবায়নের পথে।

তবে অল্প খরচে টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিলেন বুয়েটের পানি সম্পদ বিভাগের অধ্যাপক প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, পানি স্প্রের পরামর্শ 
পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
X
Fresh