• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সম্মেলনের দুই সপ্তাহেও কমিটি পায়নি ছাত্রলীগ

এহতেরামুল হক

  ২৮ মে ২০১৮, ২১:২৬

দুই সপ্তাহ আগে সম্মেলন হলেও এখনো ঘোষণা হয়নি দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের নতুন কমিটি। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জানান, এবার ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে সতর্ক দলটির হাইকমান্ড।

তাদের মতে, অধিকতর যোগ্য প্রার্থীকে খুঁজে বের করতেই নতুন কমিটি নিয়ে চলছে, নিবিড় পর্যবেক্ষণ। তবে, নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে কোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রলীগের নতুন কমিটি।

বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের সর্বশেষ ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, চলতি মাসের ১১ ও ১২ মে। সম্মেলন শেষে দু-একদিনের মধ্যে নতুন কমিটি ঘোষণার কথা বলা হলেও, দুই সপ্তাহ পেরিয়ে গেলেও চূড়ান্ত হয়নি সংগঠনটির নতুন নেতৃত্ব।

আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতে, অতীতের কিছু অভিজ্ঞতার কারণে, ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাইয়ে সতর্ক, দলটির শীর্ষ নেতৃত্ব। শুধু কেন্দ্র নয় সারাদেশের ছাত্রলীগে ব্যাপক সংস্কার আনতে চান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার ছাত্রলীগের কাউন্সিলের আগে থেকেই সবচেয়ে আলোচিত বিষয় ছিলো অনুপ্রবেশকারী ঠেকানো। ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, বিতর্কিতদের বাদ দিয়ে সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন ইমেজের যোগ্য নেতৃত্ব বাছাই করতে চলছে শেষ মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং সংগঠনকে চাঙ্গা করতে খুব শিগগিরই ঘোষণা আসবে, নতুন নেতৃত্বের।

এসজে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
X
Fresh