• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকার সড়কের মাঝখানের গাছগুলো মরছে কেন? (ভিডিও)

শাহাবুদ্দিন শিহাব, আরটিভি

  ১৭ এপ্রিল ২০১৮, ১৮:৫৬

রক্ষণাবেক্ষণের অভাবে মারা যাচ্ছে রাজধানী বিভিন্ন এলাকায় সড়ক বিভাজকের গাছ। অনেক জায়গায় আবার সড়ক বিভাজকে আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ। হুমকি মুখে পড়ছে দীর্ঘদিন ধরে বড় হওয়া গাছগুলো। অনেক জায়গায় আবার অজানা কারণে মারা পড়ছে বিশাল আকৃতির গাছ। যদিও সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ।

পুরান ঢাকার টিকাটুলি থেকে পোস্তগোলাগামী সড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কের বিভাজকটি নানা ধরণের গাছে পরিপূর্ণ। দীর্ঘ সময় নিয়ে বেড়ে ওঠা গাছগুলো সড়কের অন্যতম সৌন্দর্য। কিন্তু এমন সৌন্দর্য সহ্য হচ্ছে না বিবেক ও রুচিহীন কিছু মানুষের। কোনো কারণ ছাড়াই নিয়ম করে গাছের গোঁড়ায় আবর্জনা ফেলছেন তারা। অথচ সড়ক বিভাজকের কয়েকশ’ ফুট দূরেই আছে সিটি করপোরেশন নির্ধারিত ডাস্টবিন।

এদিকে গৃহস্থালি আবর্জনা পেয়ে ইঁদুরের দল সেখানে মাটিতে বাসা বানাচ্ছে। মরতে শুরু করেছে সবুজ গাছগুলো। এভাবে একের পর এক গাছ মারা যাওয়ার পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের।

--------------------------------------------------------
আরও পড়ুন : আসছে বর্ষা, ‘মশার কারখানায়’ নজর দিচ্ছে না কেউ
--------------------------------------------------------