• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আসছে বর্ষা, ‘মশার কারখানায়’ নজর দিচ্ছে না কেউ

অভি ইসলাম, আরটিভি

  ১৫ এপ্রিল ২০১৮, ০৮:২৫

রাজধানীর অনেক এলাকায় মশার তীব্র প্রকোপ থাকলেও প্রতিকার নেই। এসব এলাকার খাল-বিল আর ময়লার ভাগাড় মশার উৎপত্তিস্থল হলেও সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। সাধারণ মানুষ বলছেন, আসছে বর্ষায় এসব স্থান পরিণত হবে মশার কারাখানায়। আর কর্তৃপক্ষ বলছে মশা আটকাতে নগরবাসীকে সঙ্গে নিয়ে এবার মাঠে নামবেন তারা।

রাজধানীর রামপুরার ‘সি’ ব্লক থেকে শুরু হয়ে মেরাদিয়া হাট পর্যন্ত-রামপুরা-বনশ্রী খাল। পুরো এলাকায় পানি নিষ্কাশনের এ খাল এখন মশার আদর্শ উৎপত্তিস্থল। এলাকাবাসীর অভিযোগ দিন-রাত ২৪ ঘণ্টায় মশার জ্বালায় অস্থির থাকেন তারা। বাড্ডা, খিলগাঁও, নদ্দা, গোরানসহ বিভিন্ন এলাকায় মশা নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ নেই বলে জানালেন ভুক্তভুগিরা।

এলাকাবাসীরা জানান, বিকেল থেকে অসংখ্য মশা, মশার কামড়ে টেকা যায় না। কয়েল বা এরোসলে কিছুতেই কাজ হয়ে না। সিটি করপোরেশনের লোকেরা কাজ করে না। খালে কোনো ওষুধ দেয় না।

--------------------------------------------------------
আরও পড়ুন : সরকারি মাধ্যমিক বিদ্যালয় এতো ‘দুর্বল’ কেন?
--------------------------------------------------------