• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজ রাখার ব্যবস্থা করা গেলে …

সেলিম মালিক

  ০৫ এপ্রিল ২০১৮, ১৮:৩১

দেশে বাম্পার ফলন ও আন্তর্জাতিক বাজারে দর কমতে থাকায় পেঁয়াজের দাম এখন ভোক্তার নাগালের মধ্যে। এমন পরিস্থিতি বজায় থাকলে আসছে রমজানেও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে।

এমনটা মত ব্যবসায়ী ও আমদানিকারকদের। আর ভোক্তা অধিকার সংস্থা ক্যাব মনে করে, সরকারিভাবে পেঁয়াজ রাখার ব্যবস্থা করা গেলে সারা বছরই কম দামে ক্রেতারা তা কিনতে পারবেন।

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সেলিম মালিক।

বৃষ্টির কারণে দেশি পেঁয়াজের ফলন কম হওয়ার পাশাপাশি ভারতীয় পেঁয়াজের দাম বাড়তি থাকায় গেল বছরের শেষের দিকে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম গিয়ে দাঁড়ায় ১৩০ টাকায়। আর আদমানি করা ভারতীয় পেঁয়াজ ২০ টাকা থেকে বেড়ে হয় ১২০ টাকা।
--------------------------------------------------------
আরও পড়ুন : ট্রাম্পীয় মেদ ঝরছে শেয়ারবাজারে
--------------------------------------------------------

তবে নতুন মৌসুমে দেশি পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। ভারতেও কমতে শুরু করেছে দাম। যার প্রভাব এখন খুচরা বাজারে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ চাহিদা চেয়ে বেশি।

রাজধানীর শ্যামবাজারের আমদানিকারক মোহাম্মদ মাজেদ জানিয়েছেন, রমজানের চাহিদা বিবেচনা করে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

সারা বছর দাম স্থিতিশীল রাখতে, স্টোরেজ সুবিধা বাড়ানোর পরামর্শ ক্যাবের।

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, সরকারিভাবে পেঁয়াজ রাখার ব্যবস্থা করা গেলে সারা বছরই কম দামে ক্রেতারা তা কিনতে পারবেন।

দেশে পেঁয়াজের চাহিদা বছরে ২২ লাখ টন। এর মধ্যে ১৭ থেকে ১৮ লাখ টন উৎপাদন করেন দেশীয় কৃষকরা। বাকিটা আসে বিদেশ থেকে।

আরও পড়ুন:

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
X
Fresh