• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

উদ্ধার করা যাচ্ছে না গোলাপবাগ মাঠ

শাহাবু্দ্দিন শিহাব

  ১৮ অক্টোবর ২০১৬, ১২:৪৯

বছরের পর বছর ধরে আন্দোলন করেও উদ্ধার করা যাচ্ছে না রাজধানীর গোলাপবাগ মাঠ।ধৈর্য্যর বাঁধ ভেঙে যাওয়ায় মাঠ দখলে রাখা প্রতিষ্ঠানে হামলাও চালিয়েছেন এলাকাবাসী। এতেও কাজ না হলে চূড়ান্ত পরিণতির হুঁশিয়ারিও দেয়া হয়েছে। এমন অবস্থায় গোলাপবাগবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ সিটি মেয়র।

রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলের লাখো মানুষের মুক্তভাবে নিঃশ্বাস নেয়ার একমাত্র জায়গা গোলাপবাগ মাঠ।

২০০৫ সালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার তৈরি কাজের জন্য তা ব্যবহার করতে দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়ন-সিমপ্লেক্সকে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ এবং ফ্লাইওভার উদ্বোধনের কয়েক বছর পরও মাঠ ছাড়ার নাম নেই!

মাঠ উদ্ধারে গণস্বাক্ষর, মানববন্ধনসহ নিয়মিতভাবে বিক্ষোভ-সমাবেশ করে আসছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

বিষয়টি ওঠে আসে আরটিভিতে।

গেলো মে মাসে মাঠটি দেখতে গিয়ে জনতার মুখোমুখি হয়ে জুলাইয়ের মধ্যে তা মুক্ত করার প্রতিশ্রুতি দেন মেয়র।

তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।

এক সময় ধৈর্য্যর বাঁধ ভেঙে হামলা-ভাংচুর চলে ওরিয়ন-সিমপ্লেক্সের গাড়ি, যন্ত্রপাতিতে।

এ অবস্থায় সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে শিগগিরই মাঠটি এলাকাবাসীর কাছে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেন ক্রীড়া উপমন্ত্রী।

অন্যদিকে, কথা রাখতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন মেয়র। আর দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে ফের পরিদর্শনে যাবার ওয়াদা করলেন।

একের পর এক এমন প্রতিশ্রুতি পেয়ে মাঠটি ফিরে পাবার নতুন আশায় বুক বেঁধেছেন গোলাপবাগবাসী।

ডিএইচ/আরএইচ

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh