• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এখনো বেহাল দশা কাটেনি ধুপখোলা মাঠের

শাহাবু্দ্দিন শিহাব

  ১৭ অক্টোবর ২০১৬, ১৬:০০

কোরবানির পশু হাট শেষ হয়েছে ১ মাস। এখনো বেহাল দশা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধুপখোলা মাঠের। এতে শিশুরা বঞ্চিত হচ্ছে খেলাধুলার সুযোগ থেকে। ফলে বাড়ছে সামাজিক অবক্ষয়।

এলাকাবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের অবহেলার কারণেই এমন দুরবস্থা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মেয়র জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব মাঠ ও পার্ক আধুনিকায়নের প্রক্রিয়া চলছে।

মাঠের কোনো এক দৃশ্য দেখে যে কেউ মনে করতে পারেন, এখানে বুঝি মাছ ধরা হয়। তবে বাস্তবে তা নয়। এখানে খেলতে এসে গর্তে হারিয়ে যাওয়া স্যান্ডেল খুঁজতেও দেখা যায় শিশুদের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঐতিহ্যবাহী ধুপখোলা মাঠে খেলে বেড়ে উঠেছেন অনেক জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়।

আশপাশের এলাকার জন্য একমাত্র মাঠটিতে কোরবানির পশু হাট অনেক দিন আগে শেষ হলেও এখনো রয়ে গেছে খুঁটি ও বাঁশের গোড়া।

উপায় না পেয়ে অল্প জায়গা করে নিয়েছে শিশু-কিশোররা। আর সমস্যার ষোলকলা পূরণ করে গড়ে তোলা হয়েছে রিকশা-ভ্যানের গ্যারেজ। জলাবদ্ধতা ও আবর্জনায় বাড়ছে মশার উৎপাত। আবার কোথাও গজিয়েছে ভিন্ন প্রজাতির গাছ।

সারা বছর মাঠগুলোতে খেলা চালু রাখার দায়িত্ব নিতে আগ্রহী ক্রীড়া মন্ত্রণালয়।

এমন প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতীক্ষায় দিন গুণছেন নগরবাসী।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh