• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৬৫ বছরে স্কুলে ভর্তি হলেন আনজিরা

ঝিনাইদহ প্রতিনিধি

  ২৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬

শিক্ষার কোনো বয়স নেই। ৬৫ বছর বয়সে শিশুদের সঙ্গে স্কুলে ভর্তি হয়ে এটাই প্রমাণ করলেন ঝিনাইদহের আনজিরা বেগম নামে এক বৃদ্ধা।

অদম্য ইচ্ছাশক্তির কাছে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি বয়স। আর তাই জীবনের বেশির ভাগ সময় চলে যাবার পরও সেই ইচ্ছার প্রতিফলন দেখা যায় এই বৃদ্ধার জীবনে।

দৃশ্যটা কিছুটা অবাক করার মতো হলেও এমনটাই ঘটছে ঝিনাইদহের সোনাদাহ গ্রামে। এ গ্রামেরই মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেনের স্ত্রী আনজিরা বেগম। চার সন্তানকে শিক্ষিত করলেও নিজেই ছিলেন শিক্ষার আলো থেকে বঞ্চিত। অবশেষে ৬৫ বছর বয়সে এসে নিজেকে শিক্ষিত করার স্বপ্নকে দিয়েছেন বাস্তব রূপ।

এ বছরের শুরুতে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটি স্কুলের প্রথম শ্রেণিতে ভর্তি হন এবং নিয়মিত ক্লাস শেষে বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। এ বয়সেও পড়াশোনার প্রতি তার এমন অদম্য ইচ্ছা দেখে মুগ্ধ সবাই।

জীবনের অনেকটা পথ পাড়ি দেয়ার পর পড়াশোনা শুরু করায় খুশি তার পরিবারের সদস্যরা। এছাড়া আনজিরা বেগমের এ উদ্যোগ শিক্ষা থেকে বঞ্চিত নারীদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে মনে করেন স্থানীয়রা।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
অপবাদ দিয়ে স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতন
X
Fresh