• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যাত্রীরা যত অসহায় ভাড়া তত বেশি!

মাসুদ মোস্তাহিদ

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯

কাকডাকা ভোরে আজানের সুমধুর সুরে রাজধানী ঢাকা যখন জেগে উঠতে থাকে, একই সময়ে প্রতারণার ডালা সাজাতে থাকে অসাধু চক্রও। এরমধ্যে দৃশ্যমান অসাধু চক্রটি হলো পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা।

সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রতিদিন ভোরে হাজারো যাত্রী নিয়ে এখানে ভিড়ে অসংখ্য লঞ্চ। অনেক মানুষ। তাই এখানে ভাড়া নৈরাজ্যও বেশি। সদরঘাট থেকে মিরপুর-১ পর্যন্ত নির্ধারিত ভাড়া ২৪ টাকা ও চিড়িয়াখানার ভাড়া ২৭ টাকা হলেও আদায় করা হচ্ছে ৬০ টাকা। উত্তরার ভাড়া নেয়া হয় ১০০ টাকা। যে যেখানেই নামুক ভাড়া কম নেই। আবার বিশেষ কোনো দিন বা ঈদে এ হার বেড়ে হয় কয়েকগুণ।

দিনের শুরুটাই যখন হয় জিম্মিদশা দিয়ে তখন বাকি সময় কী আর ভালো কাটে? এরপর শুরু হয় অফিস টাইম।

এছাড়া দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে বাসে ওঠার প্রতিযোগিতা তো রয়েছেই। এর মধ্যেও থাকে আবার গেটলক বিড়ম্বনা।