• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আনিসুল হকের উদ্ধারকৃত জায়গা ফের দখলের আশঙ্কা

জুলহাস কবীর

  ০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫

রাজধানীকে আদর্শ শহর হিসেবে গড়তে সর্বোচ্চ চেষ্টা ছিল সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের। সফলও হয়েছিলেন অনেক ক্ষেত্রে। শক্ত হাতে দখলমুক্ত করেছেন উত্তর সিটির অনেক রাস্তা-ফুটপাত।

মানবিক সবুজ ঢাকা নির্মাণের অনেকগুলো উদ্যোগকে এগিয়েও নিয়েছিলেন। কিন্তু চলে যেতে হলো বড় অসময়ে।

মেয়র আনিসুল হক অসাধ্য সাধনের অনন্য উদাহরণ হয়ে উঠেছিলেন। আধুনিক নগর গড়ার প্রত্যয়ে যে যুদ্ধ শুরু করেছিলেন সেখানে সফলতার পাল্লাই ভারী।

শুধু তেজগাঁওয়ে সাতরাস্তার ট্রাকস্ট্যান্ড দখলমুক্ত করেই থেমে থাকেননি। কিছুদিনের মধ্যে রাস্তা সংস্কার করেন। যার সুফল ভোগ করছেন নগরবাসী।

পাওয়া যাচ্ছে দখলমুক্ত গাবতলী টার্মিনালের সুফলও। যাত্রীবান্ধব ফুটপাথ নির্মাণ ও সংস্কার করে নগরবাসীর কাছের মানুষ হয়ে উঠেন আনিসুল হক।

তবে তার শূন্যতার সুযোগে দখলবাজরা আবারো দখলের কালো হাত বাড়াতে পারে।

পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক জানান, পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার উদ্যোগও নিয়েছিলেন আনিসুল হক।

গুলশান-বনানীতে চালু করেছিলেন ‘ঢাকা চাকা’ নামে আধুনিক পরিবহন।

তিনি আরো বলেন, আনিসুল হকের না থাকার সুযোগটিকে আবারও কাজে লাগাতে চাইবে মতলববাজ দখলদাররা। তাই তাদের ব্যাপারে নগর কর্তৃপক্ষকে সচেতন থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি জানান, মেয়রের অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেয়ার পাশাপাশি দখলমুক্ত এলাকাগুলোর ওপর থাকবে বাড়তি নজর।

প্রয়াত মেয়রের পরিকল্পিত ‘পরিচ্ছন্ন, সবুজ, মানবিক ঢাকা’ নির্মাণ স্বপ্নের বাস্তবায়নে নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলেও জানালেন তিনি।

আরকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস আইনমন্ত্রীর
সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেই : আনিসুল ইসলাম মাহমুদ
X
Fresh