• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পোল্ট্রি শিল্পের দিকে ঝুঁকছে বেকার তরুণরা

মাইদুর রহমান রুবেল

  ১৫ নভেম্বর ২০১৭, ১৫:২৮

পোল্ট্রি শিল্পের সুদিন ফেরায় এই খামারের দিকে ঝুঁকছেন বেকার তরুণরা। ফলে বাড়ছে এ খাতে বিনিয়োগও।

প্রতিবছর পড়াশোনা শেষ করে প্রায় ২৫ লাখ যুবক ঢুকছে শ্রমবাজারে। কর্মসংস্থানের অপর্যাপ্ততায় চাকরি সুবিধার বাইরে থাকছে এদের বড় এক অংশ।

বিশ্বব্যাংকের তথ্যমতে, দেশের জনসংখ্যা বর্তমানে ১৭ কোটি। এর মধ্যে ১০ কোটি মানুষ কর্মক্ষম। এদের মধ্যে কাজ পেয়েছেন মাত্র পাঁচ কোটি। আর বাকি পাঁচ কোটির মধ্যে কেউ কেউ নিজ উদ্যোগে ব্যবসা করলেও পুঁজির অভাবে বড় একটি অংশ থাকছে বেকার।

যদিও সরকারের পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে এখন বেকারের সংখ্যা কেবল ২৬ লাখ। যা নিয়ে বেশ বিতর্ক আছে।

দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ খাত পোল্ট্রি শিল্প। স্বল্প বিনিয়োগ বা বিনা পুঁজিতেও খামার করার সুযোগ সৃষ্টি করে নিয়েছেন কেউ কেউ।

এ বিষয়ে প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র জানান, অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি বেকার সমস্যা সমাধানেও এ শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে পোল্ট্রি শিল্পে প্রণোদনাসহ সরকারের সার্বিক সহযোগিতা পেলে বেকারত্ব দূর করে দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে শিল্পটি দারুণভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনা খরচে ২ লাখ বেকার তরুণকে ভাতাসহ সরকারি প্রশিক্ষণ
X
Fresh