• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রতারণার শিকার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দা প্রতিনিধি

  ০৩ নভেম্বর ২০১৭, ২১:৫৯

বিদেশে চাকরির নামে প্রতারণা যেনো পিছুই ছাড়ছে না প্রবাসী বাংলাদেশিদের। দালাল চক্রের দৌরাত্মে এক রকম পথে বসতে হচ্ছে তাদের।

সম্প্রতি দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে সৌদি আরবের জেদ্দায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে বলা হয় ‘এজেন্সি জিরো গ্রাউন্ড সার্ভিস’ ও ‘লাকী ট্রাভেল এজেন্সি’র প্রতারণার শিকারে সর্বশান্ত হওয়ার পথে নরসিংদীর নাদিম হোসেন মানিক চান, পলাশ থানার রাশেদ আহমেদ, কাউয়াদী চরসিন্দুর গ্রামের মোহাম্মদ মিলন মিয়ার মতো আরো অনেকে।

এজেন্সিগুলোকে জনপ্রতি সাড়ে সাত লাখ টাকা দিয়ে সৌদি আরবে গেলেও, আকামাসহ অন্যান্য কাজের অজুহাতে আরো টাকা দাবি করছে এজেন্সি দুটি।

অভিযোগ উঠে, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দিয়ে, নির্যাতন চালানো হচ্ছে তাদের উপর।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা।

তবে এ বিষয় নিয়ে শিগগিরই কার্যকর ব্যবস্থা চান ভুক্তভোগীরা।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
X
Fresh